রাঙ্গামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম ফকিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার আহ্বায়ক নাছির উদ্দিন অর্ণব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শাহীদুল ইসলাম, আল মামুন, ভিএল পাংখোয়া, দিলুয়ারা, জয়সিন্ধু, আলী হায়দার, কবির হোসেন, শামসু তঞ্চঙ্গ্যা, রেজাউল করিম, পালম বম, চাথোয়াই রোয়াজা, ত্রিপেল ত্রিপুরা, সেলিম সদ্দার ও হাবির হোসেন বক্তব্য রাখেন।
বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধান অতিথি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশে বহু রাজনৈতিক দল থাকলেও কেন ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল— সেটি নতুন প্রজন্মকে জানতে হবে। শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে নয় মাস যুদ্ধ করেছিলেন, বিজয় এনে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি একচেটিয়া হয়ে ওঠে। তখনই বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি জাতীয়তাবাদী দল গড়ে তোলেন।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে দেননি, বরং সব জাতিসত্ত্বাকে তাদের পরিচয়সহ মর্যাদা ফিরিয়ে দিয়েছেন।”
অনুষ্ঠানের আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিলাইছড়ি বাজার পল্টন ঘাট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।