ফেনীতে আনসার এর মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তা সর্বত্র আমরা”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ফেনী জেলা আনসার সদর দপ্তরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঁঞা উপজেলা আনসার কর্মকর্তা নাসিম হোসেন ও ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকর্তা রিক্তা হাজারী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “আমার সমাজ, আমার দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।” তিনি আরও জানান, আনসার ভিডিপি সদস্যদের স্বাবলম্বী ও কর্মক্ষম করতে কম্পিউটার, অস্ত্র ও সেলাইসহ নানা প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে।
অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন প্রশিক্ষণার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দাগনভূঁঞা উপজেলা আনসার কর্মকর্তা নাসিম হোসেন।
সমাপনী অনুষ্ঠানে তিনজন প্রশিক্ষণার্থী বিশেষ পুরস্কার পান। তারা হলেন
বেস্ট ফায়ারার: মো. ইব্রাহিম
অল রাউন্ডার: মীর মোহাম্মদ সিয়াম
বেস্ট ইন ড্রিল: জামিল হোসেন ভূঁইয়া
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিজেরাও দক্ষ হয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।