মুকসুদপুরের লোহাইড় ফাজিল মাদ্রাসায় জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সাধারণ সভা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ৮ ও ৯ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম শরীফ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিনার্স ফোরামের আমীর ও বাংলাদেশ মেরিনার্স সোসাইটির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোখলেছুর রহমান (লিটন) ঢালী, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক আ. ওহাব মোল্যা, জেলা সেক্রেটারি আল-মাসুদ খান, উপজেলা আমীর ইমরান সরদার এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক নাজিবুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে জড়িয়েছে। অথচ জামায়াতের দুইজন মন্ত্রী অতীতে দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি। ভবিষ্যতেও ক্ষমতায় এলে জামায়াত দুর্নীতিমুক্ত সরকার গঠন করবে বলে আশ্বাস দেন তারা।
সভায় বক্তারা প্রতিশ্রুতি দেন, সরকার গঠনের পর দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের বেতন সরকারি কোষাগার থেকে প্রদান করা হবে। এ অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, যাতে বিদেশে অবৈধপথে পাড়ি দিতে গিয়ে আর কাউকে প্রাণ হারাতে না হয়। এছাড়া চাকরির ক্ষেত্রে ঘুষ এবং উন্নয়ন কর্মকাণ্ডে চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতিও দেন তারা।
তাদের মতে, কুরআন-হাদিসের আলোকে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে সমাজ থেকে অপরাধপ্রবণতা কমে যাবে, গরিব-অসহায়রা ন্যায়বিচার পাবে এবং সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। তাই আগামীর নির্বাচনে জামায়াতকে বিজয়ী করে ইসলামী শাসন কায়েমে সবার ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ফিরোজ মোল্লা, ডা. মেহেদী হাসান, কৃষক নেতা নাছিম দরানী, সাবেক অধ্যক্ষ আলী আহম্মেদ, কবি শাহ আলম, ডা. রুহুল আমিন, মুক্তিযোদ্ধা ওলি মোল্লা, আবুল কাশেম মাতুব্বর, অ্যাডভোকেট সাইফুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।