নোয়াখালীর চাটখিল উপজেলার মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকেলে এলাকাবাসীর আয়োজনে মেঘা কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাওলানা ওমর ফারুক। যৌথভাবে সঞ্চালনা করেন ইউপি সদস্য মাহবুবুর রহমান রুবেল ও সালেহ আহাম্মদ বিপ্লব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “যে পরিবারের একজন সদস্য মাদকাসক্ত, তারা ছাড়া তার কষ্ট অন্য কেউ বুঝবে না। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, যা দেশের জন্য মারাত্মক হুমকি।”
ইউএনও আরও বলেন, “একজন মাদকাসক্ত কেবল নিজের জীবনই নয়, তার পরিবার ও সমাজকেও ধ্বংস করে। মাদক নিয়ন্ত্রণে চাটখিল উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কেউ যদি মাদক সেবন বা ক্রয়-বিক্রয়ের তথ্য দেয়, সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালাবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হেরিটেজ রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান জাফর আহমদ, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন এবং চাটখিল উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিস আহমেদ হানিফ।
এছাড়াও বক্তব্য দেন সাবেক ইউপি সচিব মোহাম্মদ হানিফ, ধাঁনশালিক মিডিয়া সেন্টারের চেয়ারম্যান দিদারুল ইসলাম, হুমায়ূন কবির, সাইফুল ইসলাম মহিন, ইসমাইল হোসেন পাটোয়ারী, আবু তৈয়ব, আলমগীর কবির লিটন, কাজী শাহাজাহান মাসুদ, জাবেদ হোসেন, আব্দুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মেঘা গ্রামকে মাদকমুক্ত আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। স্থানীয়রা জানান, এই উদ্যোগ বাস্তবায়ন হলে এলাকায় অপরাধ ও সামাজিক অস্থিরতা অনেকটাই কমে আসবে এবং যুব সমাজের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি হবে।