গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। শনিবার (তারিখ) বিকেলে শিবচর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ। এতে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মীরা জীবন দিচ্ছেন, যা স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গভীর লজ্জার বিষয়। তারা জোর দিয়ে বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতন বন্ধ করতে হলে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মানববন্ধনে বলেন, “যদি কলম ধরলেই জবাই হতে হয়, তাহলে বুঝতে হবে অন্ধের দেশে আয়না বিক্রি করার চেষ্টা করছেন। সাংবাদিক হত্যার বিচার রাষ্ট্রের প্রতিটি মহল থেকে নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে দিবালোকে একদল সন্ত্রাসী সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান নাসিম বলেন, “দিবালোকে বাংলাদেশে একজন সাংবাদিককে যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও অনেকেই এখনও পলাতক রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে না। তারা দ্রুততম সময়ের মধ্যে গাজীপুরে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার জোর দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে স্থানীয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চাঁদাবাজির প্রমাণ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে নিহত হন। এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক মহল ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে।