বাংলাদেশের পর শ্রীলঙ্কা সিরিজও বাতিলের পথে ভারতযশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এক অনন্য মানবিক উদ্যোগের সূচনা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন তরুণ জাগরণ যুব সংঘ শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীরামপুর বাজারে উদ্বোধন করেছে একটি ‘মানবতার দেয়াল’। এর মাধ্যমে যে কেউ বিনামূল্যে প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করতে পারবেন, আবার যারা সক্ষম তারা এখানে পোশাক দান করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বিপ্লব হোসেন বলেন, “আমাদের এই উদ্যোগ মূলত গ্রামের কৃষক, দিনমজুর ও গরিব মানুষের জীবন সহজ করার জন্য। যার প্রয়োজন হবে তিনি এখানে এসে প্রয়োজনীয় পোশাক নিতে পারবেন, আর যার বাড়তি আছে তিনি দিতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ রাফিন হোসেন ও মো. আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক রায়হান হোসেন, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাইদ ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, ক্যাশিয়ার হাসিবুর রহমান রিমু, সমাজ কল্যাণ সম্পাদক ইয়াসিন হোসেন, প্রচার সম্পাদক রোহান হোসেন, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, মহিলা ও ছাত্রী বিষয়ক সম্পাদক ইভা খাতুন, ত্রাণ সম্পাদক জীবন হোসেনসহ সংগঠনের বিভিন্ন পদে দায়িত্বে থাকা সদস্যরা।
সংগঠনটির সদস্যরা জানান, তরুণ জাগরণ যুব সংঘ এর আগেও ত্রাণ বিতরণ, ঈদের খাদ্যসামগ্রী বিতরণ, গরিব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণসহ নানাবিধ কল্যাণমূলক কাজ করেছে। এই সংগঠনের সদস্যরা দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শ্রীরামপুর ও ঝিকরগাছার বাসিন্দা, যারা স্বেচ্ছাশ্রম, আর্থিক ও মানসিক সহায়তার মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মানবতার দেয়াল শুধু একটি দেয়াল নয়, এটি একটি সমাজ সচেতনতা তৈরির প্রতীক। যেখানে মানুষ মানুষের জন্য হাত বাড়িয়ে দেয়, বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করে না। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জীবনে আশার আলো জ্বালাবে এবং সমাজে দানশীলতার মানসিকতা বাড়াবে।