গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামী “জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের করণীয়” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৫টা ৩০ মিনিটে গোপালগঞ্জ সালেহিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এই সভায় দলীয় শীর্ষ নেতারা শহীদদের স্মরণ, রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ ও আগামী করণীয় নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখেন।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক রেজাউল করিম। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মোঃ আল মাসুদ খান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক জেলা আমীর ও এমএইচ খান কলেজের সাবেক অধ্যক্ষ, গোপালগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সোলায়মান সিদ্দিকী, মুফতি মুহাম্মদ শফিকুল আলম, অধ্যাপক হায়দার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা সভাপতি মাওলানা তসলিম হোসাইন সরকার এবং সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
বক্তারা জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তারা অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে সভা-সমাবেশের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। বক্তাদের মতে, এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং জনগণকে সতর্ক থাকতে হবে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী ক্ষমতায় আসতে না পারে।
বক্তারা দাবি করেন, দেশের ইতিহাসে বহু দল ক্ষমতায় এলেও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারা বলেন, একবার জামায়াতে ইসলামীর সুযোগ পেলে তারা একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে—যেখানে দুর্নীতি, অর্থ পাচার ও মতপ্রকাশে বাধা থাকবে না। বক্তারা খোলাফায়ে রাশেদীনের যুগের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দাড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করার অনুরোধ জানান, যেন তারা শাসক নয়, সেবক হিসেবে দেশ পরিচালনা করতে পারে।
সভা শেষে সভাপতি অধ্যাপক রেজাউল করিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।