সদ্যপ্রয়াত চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহকে স্মরণ করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেন, “আ জ ম ওবায়েদুল্লাহ ছিলেন এক জীবন্ত উপন্যাস। মানুষকে দেখা, শোনা ও পড়ার মাধ্যমে শেখা যায়—তিনি ছিলেন তেমন একজন ব্যতিক্রমী মানুষ। তিনি ছিলেন কর্মবীর ও গুণী ব্যক্তি। সমাজ গুণীদের জীবদ্দশায় তাদের যথাযথ মূল্যায়ন করতে পারে না। ওবায়েদ ভাইয়ের মৃত্যুর পর আমরা তার প্রকৃত মূল্য অনুধাবন করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য ও মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।
মাওলানা শাহজাহান বলেন, “ওবায়েদ ভাইয়ের তুলনা তিনি নিজেই। মানুষের সাথে দীর্ঘদিন কাজ করলে মতবিরোধ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাঁর ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি। তিনি ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী।”
শাহজাহান চৌধুরী বলেন, “অষ্টম শ্রেণি থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত ওবায়েদ ভাইয়ের সাথে আমার পথচলা ছিল। তিনি ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন।”
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কবি অধ্যক্ষ চৌধুরী আব্দুল হালিম এবং গীতিকার গোলাম মোস্তফা।
স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ড. আবু বকর রফিক আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি ড. মুহাম্মদ আলী আজাদী এবং ওবায়েদুল্লাহর বড় ছেলে উমর মুসান্না।
আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এবিএম সিদ্দিকুল্লাহ।