নিজ ঘরে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা, কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে নিজ ঘরেই ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন রনি গাজী (৩২)। অভিযুক্ত রনি কোটালীপাড়া পৌরসভার দক্ষিণ কয়খা গ্রামের বাসিন্দা এবং মৃত চাঁদ মিয়া গাজীর ছেলে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রনিকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনি গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এদিন তিনি নিজ ঘরে বসেই ইয়াবা সেবন করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে অবহিত করে। এরপরই তৎপর প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ বলেন, “মাদকবিরোধী অভিযানে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক দূর করতে হলে শুধু প্রশাসন নয়, স্থানীয় জনগণেরও ভূমিকা থাকতে হবে। আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাবো।”
এই অভিযানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অনেকে বলেন, এমন অভিযান আরও বেশি হলে তরুণ সমাজ মাদক থেকে দূরে থাকবে।
স্থানীয় সচেতন মহল জানায়, “আমরা চাই, আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য কোটালীপাড়াকে মাদকমুক্ত ঘোষণা করা হোক। জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”