খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন এবং ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইস গেট নির্মাণের দাবিতে শান্তা গেট অভিমুখে লংমার্চ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার কুমখালী এলাকা থেকে শত শত কৃষকের অংশগ্রহণে লংমার্চ শুরু হয়ে শান্তা স্লুইস গেটের পাশে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহীদ আয়ুব ও মুছা ডিগ্রি কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম সরদার এবং সঞ্চালনায় ছিলেন খানজাহান আলী খানু। প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) খুলনা জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম।
বক্তারা অভিযোগ করেন, গড়ইখালী ইউনিয়নের ১৭টি গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের হাজার হাজার বিঘা কৃষিজমির পানি নিষ্কাশনের একমাত্র পথ শান্তা স্লুইস গেট ও ঘোষখালী নদী। কিন্তু দীর্ঘদিন ধরে গেটটির দুর্বল ব্যবস্থাপনা ও অপর্যাপ্ত পানি নিষ্কাশনের কারণে বৃষ্টির পানি জমে থাকছে। ফলে কৃষকরা আমন ধানের বীজতলা প্রস্তুত করতে পারছেন না, যা চাষাবাদে বড় সংকট ডেকে আনছে। এতে আশঙ্কা করা হচ্ছে, হাজার হাজার বিঘা জমি এ মৌসুমে অনাবাদি থেকে যাবে।
তারা আরও জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে খাদ্য নিরাপত্তা ও স্থানীয় কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়বে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে সুড়িখালী এলাকায় খালে বাঁধ প্রদান এবং ঘোষখালী নদীর মুখে নতুন স্লুইস গেট নির্মাণের দাবি জানান বক্তারা।