গোপালগঞ্জে সহপাঠীদের ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি হাইস্কুলে সহপাঠীদের ছুরিকাঘাতে নবম শ্রেণির ছাত্র হাকিম সিকদার গুরুতরভাবে আহত হয়েছে। ৩ আগস্ট (শনিবার) সকালে ক্লাস চলাকালীন সময়, বসার জায়গা নিয়ে শুরু হওয়া বাকবিতণ্ডা শেষ হয় রক্তাক্ত ঘটনায়।
মামলার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালবেলা ক্লাসরুমে বসার আসন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আশিক শেখ, হাছিব শেখ এবং ইয়ামিন শেখ মিলে সহপাঠী হাকিম সিকদারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
তাদের মধ্যে আশিক শেখ আজিজুল শেখের ছেলে, আর ইয়ামিন শেখ মিজানুর রহমান শেখের ছেলে। ছুরিকাঘাতে হাকিমের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে তাৎক্ষণিকভাবে সহপাঠী ও শিক্ষকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
আহতের মা শিল্পী বেগম গোপালগঞ্জ সদর থানায় তিনজনকে আসামি করে মামলা নং-৬ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে প্রধান আসামি আশিক শেখকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।তবে অপর দুই অভিযুক্তহাছিব শেখ ও ইয়ামিন শেখএখনও পলাতক রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদ বলেন, “প্রধান অভিযুক্ত আশিক শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক দুই আসামিকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।” আহতের মা শিল্পী বেগম বলেন,“ঘটনার পর থেকেই আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। আমার ছেলেকে নৃশংসভাবে আহত করা হয়েছে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”