মনোহরদীতে ইংলিশ মিডিয়াম এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বই বিতরণ অনুষ্ঠিত

নরসিংদীর মনোহরদীতে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ মিডিয়াম শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার মনোহরদী বাসস্ট্যান্ডে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব আলী আওরঙ্গজেব। তিনি বলেন, “এখন আর আমাদের ঢাকায় গিয়ে ইংলিশ মিডিয়াম শিক্ষার জন্য ভিড় করতে হবে না। মনোহরদীতেই আন্তর্জাতিকমানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করছে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, “আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের শিশুদের আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে আমরা উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংলিশ মিডিয়াম বিভাগের প্রধান আরিফুল ইসলাম, লেকচারার কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহিন মাহমুদ, অভিভাবক মাসুদুর রহমান আলমগীর ও নদী সূত্র ধর।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত হয় এবং অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যেই মনোহরদী ও আশেপাশের এলাকায় গুণগত শিক্ষা কার্যক্রমের জন্য সুনাম অর্জন করেছে।