নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষাবান্ধব এক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র কৃতিত্বের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতের জন্য এক ইতিবাচক বার্তা। একদিকে যেমন শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি দেওয়া হয়, অন্যদিকে অভিভাবকদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করায় শিক্ষাব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মহিন উদ্দিন।
আরও বক্তব্য রাখেন: উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী ভুট্টু, পরিচালনা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন এবং
সদস্য কাউসার হামিদ প্রমুখ।
তাঁদের বক্তব্যে উঠে আসে শিক্ষার্থীদের শৃঙ্খলা, অধ্যবসায় এবং শিক্ষকের ভূমিকার গুরুত্ব। অতিথিরা বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী। এর মাধ্যমে তাদের সাফল্যকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।