পাথরঘাটায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুনিরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইডিপির সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ।
এছাড়াও বক্তব্য রাখেন—পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, সদস্য সচিব এম কামরুল ইসলাম, বরগুনা জেলা জামায়াতের সাবেক আমীর ও শিক্ষক নেতা মাওলানা আবুজাফর মো. সালেহ,
মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহসান, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, মডেল প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুসালেহ জসিম, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট নাসিম মাহমুদ জহির, তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক মো. আবুল বাশার প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে। মেধাবীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিবে—এই আশাবাদই ব্যক্ত করেন সবাই। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের সভাপতি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।