মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মো. রইচ শেখ (২২), খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা এবং গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার একজন ভাড়াটিয়া।
ঘটনার বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নং: ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫)। মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় রুজু করা হয়েছে। পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, “তদন্তসাপেক্ষে রইচ শেখকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।”
গত ২৫ জুলাই গভীর রাতে গোপালগঞ্জ প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ এবং সময় টিভির অফিসে চুরি সংঘটিত হয়। অজ্ঞাত চোরেরা অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ল্যাপটপ, টেলিভিশন, মোবাইল ফোন, ফ্যানসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম ও নথিপত্র নিয়ে যায়।
এই চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের দাবি জানান।
পুলিশ জানিয়েছে, চুরির ঘটনায় এখনো অভিযান অব্যাহত রয়েছে। মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে তল্লাশি চলছে। তদন্তে আরও কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
একজন সাংবাদিক বলেন, “এটা শুধু চুরি নয়, সাংবাদিক সমাজের নিরাপত্তার উপর সরাসরি আঘাত। অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, সেটাই আমাদের দাবি।”