নয়াদিগন্তের নোয়াখালী অফিস প্রধান হানিফ ভূঁইয়ার স্ত্রীর ইন্তেকাল

দৈনিক নয়াদিগন্তের নোয়াখালী অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভূঁইয়ার স্ত্রী মোসাঃ ছায়েরা বেগম (৫৭) মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া রোগে ভুগছিলেন।
বুধবার (৩০ জুলাই) সকাল ৯টায় নোয়াখালীর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে মরহুমাকে দাফন করা হয়। জানাজায় আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ছায়েরা বেগমের মৃত্যুতে নোয়াখালী অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্বামী মুহাম্মদ হানিফ ভূঁইয়া, চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক বার্তায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন এবং যুবদলের জেলা সভাপতি মঞ্জুরুল আজিম সুমন মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ছায়েরা বেগম ছিলেন একজন নম্র, বিনয়ী ও ধর্মপ্রাণ নারী। তাঁর মৃত্যুতে সামাজিক ও পারিবারিক মহলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। স্থানীয়রা জানান, তিনি সবসময় মানুষকে সহযোগিতায় এগিয়ে আসতেন।
এ ধরনের শোকাবহ ঘটনায় এলাকাবাসীর মাঝে আবারও স্মরণ করিয়ে দিয়েছে যে ডিমেনশিয়া রোগের প্রতি আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন।