জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আয়োজন করা হয় এক ব্যতিক্রমী হেল্থ ক্যাম্প। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ফ্রি হেল্থ ক্যাম্পে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। দিনব্যাপী এই কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত।
হেল্থ ক্যাম্পে সহযোগিতা করে সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)। অংশগ্রহণ করেন নাক, কান ও গলার খ্যাতনামা চিকিৎসক ডা. এম এ সামাদ, ডা. মুহাম্মদ ওয়ালী উল্লাহ এবং ডা. নাজমুস সাকিব।
চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থী ও কর্মীদের মাঝে প্রায় দেড় লাখ টাকার বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। এ সময় কনসালটেশন, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় বিনামূল্যে।
এর আগে ২৫ জুলাই, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আরেকটি হেল্থ ক্যাম্প আয়োজন করে গোবিপ্রবি প্রশাসন। ওইদিন মোট ৩৮০ জন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সেবা গ্রহণ করেন এবং তাদের মাঝে প্রায় দুই লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীসহ সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”