আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করবো: শামীম সাঈদী

নেছারাবাদ উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিলেন জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী। তিনি বলেন, “আমরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে বেকারত্ব দূর করতে কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থা করবো।”
শনিবার (২৬ জুলাই) সকালে জামায়াতে ইসলামীর নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে স্থানীয় তৃনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি ড. আব্দুল্লাহ আল মাহমুদ এবং ঢাকাস্থ নেছারাবাদ উপজেলা সেক্রেটারি আল-আমিন সবুজসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
শামীম সাঈদী আরও বলেন, “এক বছর আগে আমরা ভার্চুয়ালি কথা বলেছিলাম। আজ আল্লাহর রহমতে আপনাদের সামনে সরাসরি উপস্থিত হতে পেরে কৃতজ্ঞ। আমি নেছারাবাদকে একটি উন্নত ও বাসযোগ্য উপজেলা হিসেবে দেখতে চাই, যেখানে পাকা রাস্তা, ব্রিজ ও মৌলিক সুবিধাগুলোর কোনো ঘাটতি থাকবে না।”
তিনি ইউনিয়নভিত্তিক তথ্য সংগ্রহ করে উন্নয়ন পরিকল্পনা তৈরির আহ্বান জানান এবং জানান, তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেতৃবৃন্দ বলেন, সভার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় স্থানীয় উন্নয়নের একটি কার্যকর উপায়। সরকারিভাবে চলমান প্রকল্পগুলোর সাথে সমন্বয় করে নেছারাবাদের মতো প্রত্যন্ত অঞ্চলের জন্য বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।