রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ পান্নু বিশ্বাস (৫৬) নামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত পান্নু বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা থানার পারনারায়নপুর গ্রামের মৃত মোঃ গফুর বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরেই সে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম। তার নেতৃত্বে ডিবির একটি দল পরিকল্পিতভাবে দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায় এবং সন্দেহভাজন ব্যক্তি পান্নুর দেহ তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
পরে তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। বর্তমানে আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার প্রতিটি উপজেলায় মাদক নির্মূল অভিযানে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ বলছে, মাদক ব্যবসায় জড়িত কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না।
বিশেষজ্ঞদের মতে, শুধু পুলিশি অভিযানই নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো একযোগে কাজ করলে মাদকের ভয়াল ছোবল থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।