নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরসভার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২৪ জুলাই) মোহনগঞ্জ উপজেলা পাবলিক হল মিলনায়তনে দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ব পুনর্নির্ধারণ করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বর্তমান আহ্বায়ক সেলিম কার্ণায়েন। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গোলাম এরশাদুর রহমান। এদিকে, পৌর বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভিপি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন গোলাম রব্বানী পুতুল।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ অঞ্চলের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক।
উপজেলা সম্মেলনে সভাপতি পদে সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিম কার্ণায়েন ও সাবেক সভাপতি আ. খ. ম. শফিকুল হক। সাধারণ সম্পাদক পদে লড়াই হয় বর্তমান সদস্য সচিব টিপু সুলতান ও যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমানের মধ্যে।
অপরদিকে পৌর সম্মেলনে সভাপতি পদে লড়েছিলেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও বর্তমান আহ্বায়ক ফজলুল হক মাসুম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা ছিল বর্তমান সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস দোহার মধ্যে।
সম্মেলনে পৌরসভার ৬৩৯ জন ও উপজেলার ৪৯৭ জন কাউন্সিলর সরাসরি ভোট প্রদান করেন। দিনব্যাপী রাজনৈতিক মিছিল, স্লোগান, প্রচারপত্র বিতরণ ও নানা ধরনের প্রচারণায় প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করেছিল। পুরো মোহনগঞ্জ হয়ে উঠেছিল এক রাজনৈতিক উৎসবের নগরী।
মোহনগঞ্জে এই দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপির organisational শক্তি পুনর্বাসনের পাশাপাশি আগামী নির্বাচনের প্রস্তুতিতেও বিশেষ গুরুত্ব বহন করছে। দীর্ঘ সময় পর এই ধরনের সরাসরি ভোট ও রাজনৈতিক উত্তাপ স্থানীয় পর্যায়ে দলীয় ঐক্য ও জোরালো উপস্থিতির প্রতিফলন।