পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষ ১ম সেমিস্টারে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পাঁচ মেধাবী শিক্ষার্থীকে প্রদান করা হয়েছে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধাবৃত্তি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এককালীন নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন এবং মোসা. সাওদা খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম বলেন, “নবপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বৃত্তি শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার ইতিবাচক মনোভাব তৈরি করবে। এতে তারা আরও মনোযোগী হয়ে পড়াশোনা করবে।” তিনি বৃত্তি না পাওয়া শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যতে সাফল্য অর্জনের আহ্বান জানান এবং বৃত্তিপ্রাপ্তদেরকে তাদের মেধার ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও মেধাবৃত্তি চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি উপাচার্য আর্থিকভাবে অস্বচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের জন্যও সহায়তা প্রদান করার আহ্বান জানান সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগীদের প্রতি।
পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং প্রভাষক রেহানা আক্তার তামীম।