বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক চোরাচালান রোধে সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় তিনজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের দিকনির্দেশনায় ও সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল কক্সবাজার জেলার গোয়ালিয়া এলাকায় একটি সন্দেহজনক সিএনজি আটক করে।
সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে ছিলেন টেকনাফ উপজেলার পশ্চিম রংগীখালী এলাকার সাকের আহমদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), একই এলাকার খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবং এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে দেহ তল্লাশির সময় বিশেষ কৌশলে লুকানো অবস্থায় তাদের শরীর থেকে ১ লাখ ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “আমাদের টহল দল গোপন তথ্যের ভিত্তিতে খুবই পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে এ বিশাল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা সবসময় সক্রিয় ও সচেষ্ট।”
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নিয়মিত অভিযান ও চেকপোস্ট তৎপরতার মাধ্যমে মাদক প্রবাহ রোধে বাহিনীটি স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।