বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

“একটি গল্প, একটি শিক্ষা — সচেতন হই, শিশুকে পানিতে ডুবার হাত থেকে বাঁচাই” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এই আয়োজনে নেতৃত্ব দেয় আন্তর্জাতিক সংস্থা সিআইপিআরবি (CIPRB)। মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। অনুষ্ঠানে শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সিআইপিআরবি’র উপ-পরিচালক মোঃ আবুল বরকাত, ডেপুটি ম্যানেজার ফারহানা ফেরদৌস, এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ মোতাহের হোসাইন এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন।
বক্তারা বলেন, “বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এই মৃত্যু প্রতিরোধযোগ্য যদি পরিবার, বিদ্যালয় এবং সমাজ একযোগে সচেতন হয়।” তারা স্কুল পর্যায়ে সাঁতার প্রশিক্ষণ ও শিশুদের নিরাপদে রাখার উপায়গুলো নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় একটি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা। এই আয়োজন শিশুমনের বিকাশে যেমন সহায়ক, তেমনি সামাজিক বার্তাও দেয়—সচেতন হোন, জীবন বাঁচান।