গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবনের নিচ তলায় তথ্য ও সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধান ফটকের পাশে ফিতা কেটে উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এ সময় গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমসহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিচারপ্রার্থী জনগণের তথ্য প্রাপ্তি সহজ করতে সারাদেশের জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চীফ মেট্রোপলিটন আদালতের আদলে গোপালগঞ্জেও এই তথ্য ও সেবা কেন্দ্র চালু হলো। এখন থেকে গোপালগঞ্জের সাধারণ জনগণ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) এ কেন্দ্র থেকে আদালত সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম আদালত) শাহনাজ নাসরীন খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) জহির উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩য় আদালত) নাজমুন নাহার সুমি, যুগ্ম জেলা ও দায়রা জজ আলাউল আকবর ও মো. এনায়েত উল্লাহ, সিনিয়র সহকারী জজ মো. সালাহ উদ্দীন, মো. শফিকুল ইসলাম, মো. সালমান আহমেদ শুভ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা রোজী, অনুশ্রী রায়, ফাহমিদা পিয়া, সহকারী জজ অমল কুমার দাস ও রুবাইয়া ইয়াসমিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবির হোসেন ও লাবনী খাতুন।
এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতের জিপি এ্যাডভোকেট এম এ সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সিনিয়র আইনজীবী আহমেদ নওশের আলী, আলহাজ্ব এস এম নাহাজ পাশা, আলহাজ্ব মো. আব্দুল হালিম, শেখ মাসুদ আলীসহ জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাড. আনোয়ারুল ইসলাম সিকদার, নাজির হোসেন সমাদ্দার, সহ-সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরি সম্পাদক এস এম আমজাদ হোসেন এবং আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র এ্যাডভোকেট আলহাজ্ব আজগর আলী খান উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।