সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের নুর আলীর পুত্র।
বুধবার (২৩ জুলাই) দুপুরে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোয়ারাবাজার থানার ওসি বলেন, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা জানান, জমি ও পারিবারিক বিরোধের কারণে গ্রামে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে টহল জোরদার করা হয়েছে।