১৫ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও ইলেকট্রনিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ জুলাই) রাত ১১টা ৩০ মিনিটে নারায়ণতলা বিওপির টহল দল এই অভিযান চালায়।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২১৩/৮-এস থেকে ২০০ গজ ভেতরে ১,৭২৯ পিস কসমেটিক্স, ২৮ পিস প্রিন্টারের কালি, ৭৬ পিস নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর, ১৫ পিস হেয়ার রিমুভার, ১৯ পিস কজিক অ্যাসিড, ৭ প্যাকেট কফি ও ৩৮ পিস মাল্টিভিটামিনসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাহারিয়া কাদির বলেন, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত পণ্য শুল্ক বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান রোধে বিজিবির এই ধরনের অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের অবৈধ কসমেটিক্স জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ।