গোপালগঞ্জ কোটালীপাড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকের নামে থানায় মামলা দায়ের

মো: শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাইভেট পড়ানোর নাম করে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ মোল্লার (৪৫) বিরুদ্ধে। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকালে উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সকালে শিক্ষক হানিফ মোল্লা ছাত্রীটিকে প্রাইভেট পড়ানোর কথা বলে নির্জন কক্ষে নিয়ে যায়। একপর্যায়ে ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। বর্তমানে পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।
অভিযুক্ত শিক্ষক আবু হানিফ মোল্লা উত্তর গচাপাড়া গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। এলাকাবাসীর দাবি, এমন ন্যক্কারজনক ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
ঘটনার বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দাবি তুলেছেন, শিক্ষক নামের এমন অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা উচিত।