নড়াইলে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

নড়াইলের লোহাগড়া উপজেলার সারুলিয়া গ্রামে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা লোহাগড়া থানায় খবর দেন।
মরদেহের পরিচয় এখনো অজানা
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বর্ণনা
স্থানীয় বাসিন্দারা জানান, সারুলিয়া গ্রামের রেললাইনের পাশে হঠাৎ রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে থানা-পুলিশে খবর দেওয়া হয়। পরে লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড — তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নড়াইলের এই রেলপথটি দিয়ে প্রতিদিনই ট্রেন চলাচল করে। আগেও এ এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তবে আজকের এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
প্রতিবেদক-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল