ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। নেতাকর্মীরা অভিযোগ করেছেন, প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যাচার চালানো হচ্ছে।
রবিবার (২০ জুলাই) বিকেলে ভালুকা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভালুকা পাইলট স্কুল মোড় থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় পাইলট স্কুল মোড়ে এসে শেষ হয়।
মিছিলে বিএনপি নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও মুক্তচেতনার প্রতীক। তাঁর ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটূক্তি দেশের মানুষকে আঘাত করেছে। আমরা এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর গণপ্রতিরোধ গড়ে তুলব।”
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, সদস্য গোলজার আহমেদ, আনোয়ার উদ্দিন আহমেদ, আব্দুর রহিম আকন্দ, অ্যাডভোকেট উসমান গণি মাখন, মহিলা দলের সভাপতি শামীমা রশিদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মণ্ডল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন, মাজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের আহবায়ক মিয়াদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকরামুল হাসান কায়েসসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের এসব কটূক্তি ও ছবি অবমাননার ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। প্রশাসনের নির্লিপ্ততায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ। বিক্ষোভ শেষে নেতারা সতর্ক করে বলেন, “এ ধরনের অপকর্ম পুনরাবৃত্তি হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”