ঝিকরগাছায় অর্ধ-শতাধিক পরিবারের মাঝে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

যশোরের ঝিকরগাছায় চলতি বর্ষায় ভারী বর্ষণ ও কপোতাক্ষ নদীর পানি বৃদ্ধি পেয়ে অর্ধশতাধিক পরিবার নিমজ্জিত হয়েছে। এ পরিস্থিতিতে যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান নেতৃত্বে শনিবার (১৯ জুলাই) বিকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বন্যাকবলিত পায়রাডাঙ্গা, মোবারকপুর ও কুটিপাড়া এলাকায় নৌকা যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে বিএনপি নেতারা প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দেন। অতি জরুরি এই সহায়তায় দলীয় নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান মন্টু, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টুসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
নৌকায় করে দুর্যোগপূর্ণ এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে স্থানীয় জনগণের ভালোবাসা ও সহমর্মিতা অর্জন করেছে বিএনপি। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত এলাকার দ্রুত পুনর্বাসন ও দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান নেতারা।
ঝিকরগাছার বন্যার এই দুর্ঘটনা স্থানীয়দের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠায় দিনযাপন করছেন। বিএনপির এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও সহায়তার সুরক্ষা হিসেবে গৃহীত হচ্ছে।