সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি, হত্যা, দখলবাজি, চাঁদাবাজি এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা যুবদলের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য এডভোকেট আব্দুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিয়েছে। একইসঙ্গে তারা দাবি করেন, বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বক্তারা এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তাৎক্ষণিকভাবে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
তারা বলেন, তারেক রহমান দেশ ও গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছেন। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। নেতারা আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
এসময় যুবদলের নেতাকর্মীরা সরকারের পদত্যাগ এবং অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে স্লোগান দেন।