নোয়াখালীর চাটখিল উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠন সোমবার বিকেলে দশঘরিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে। এই কর্মসূচির আয়োজন করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এবং মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার ৩ নম্বর পরকোট ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু, সাবেক চেয়ারম্যান তাওহীদুল ইসলামসহ অনেকে।
উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু ইতিহাস সৃষ্টি করেননি, তিনি দীর্ঘ নয় মাস রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন রাষ্ট্র গড়ে তোলেন। স্বাধীনতার পর থেকেই শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগ সরকারের আমল পর্যন্ত হত্যার রাজনীতি চলে আসছে।”
তিনি আরো বলেন, “নারায়ণগঞ্জে সাতজনের হত্যাকাণ্ডের সময় শেখ হাসিনা হত্যাকারীদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি ওসমান পরিবারের পাশে আছি।’ সে সময় কেউ প্রতিবাদ করেনি। আজ তারা শহীদ জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করলে আমরা তা মেনে নেব না।”
বক্তারা সরকারের বিরুদ্ধে মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও তীব্র নিন্দা জানান। তারা বলেন, “যে কোনো ষড়যন্ত্রের মোকাবিলায় বিএনপি ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকবে এবং দলের নেতাকর্মীরা সর্বদা দেশের স্বার্থে কাজ করে যাবে।”