বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোণায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বনানী বিশ্বাস জনসংখ্যা নিয়ন্ত্রণ ও মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা ও ইউএনও আসমা বিনতে রফিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল হক ভূঞা এবং মেডিকেল অফিসার ডাঃ কৃপা নাথ পাল।
অনুষ্ঠানের শেষাংশে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।