সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর গ্রামের প্রান্ত শাহরিয়ার শাফিন এ বছর এসএসসি পরীক্ষায় ১১৮৫ নম্বর পেয়ে এ+ অর্জন করেছে। সে পড়েছে সিরাজগঞ্জ বনোয়ারী লাল (বিএল) সরকারি উচ্চ বিদ্যালয়ে।
শাফিন মালয়েশিয়া প্রবাসী মোঃ সুজন ও গৃহিণী আফরোজা সুলতানা পলি দম্পতির একমাত্র সন্তান। শুরু থেকেই মেধাবী শাফিন ভবিষ্যতে বুয়েটে ভর্তি হয়ে প্রকৌশলী হতে চায়। এ লক্ষ্যে এখন থেকেই সে প্রস্তুতি নিচ্ছে।
শাফিন জানায়, সে শুধু নিজে সফল হতে চায় না, বরং প্রকৌশলী হয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। এজন্য সকলের দোয়া প্রার্থী সে। তার বাবা বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ছেলের ভবিষ্যৎ গড়তে সকলের দোয়া চাই।”
দেশের ভবিষ্যৎ নির্মাণে শাফিনের মতো শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখতে পারে। মেধা, নিষ্ঠা আর দেশপ্রেমে গড়া এই তরুণের এগিয়ে চলা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।