সাম্প্রতিক কিছু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট, জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ। বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউট্যাব সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউট্যাব সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
ড. হেমায়েত জাহান বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। কিন্তু একটি সংঘবদ্ধ অপশক্তি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রচারণা চালাচ্ছে।” তিনি সকল অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হাচিব মোহাম্মদ তুষার, ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জনি এবং জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের মোঃ মাহাবুব হোসেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “একটি অশুভ গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অশ্লীল স্লোগান ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করছে। পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত দ্বন্দ্বের প্রমাণ থাকলেও, সেই গোষ্ঠী রাজনৈতিক বিভেদ সৃষ্টির মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করতে চাইছে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা ততই বাড়ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”