‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’—এমন প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে উদযাপিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫। এ উপলক্ষে সোমবার (১৪ জুলাই) জেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ ইসতিয়াজ ইউনুস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক। এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যের ক্ষমতায়ন ও সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তরুণরা যদি সঠিক তথ্য ও সেবা পায়, তাহলে তারা পছন্দের পরিবার গঠনের বিষয়ে আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবে।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় অংশগ্রহণকারীরা যৌথভাবে অঙ্গীকার করেন, পরিবার পরিকল্পনা, প্রজনন স্বাস্থ্য ও তরুণদের সচেতনতা নিয়ে কাজ চালিয়ে যাবেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “জনসংখ্যার চাপ হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রথমেই আমাদের পরিবার পরিকল্পনা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব নয়।”
এছাড়াও সভায় জেলার স্বাস্থ্যখাতের সামগ্রিক চিত্র, যুববান্ধব সেবার প্রাপ্যতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।