রাজবাড়ীতে নির্মানাধীন জুলাই স্মৃতিস্তম্ভ

রাজবাড়ীতে নির্মাণ করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ও প্রতীকী স্থাপনা — ‘জুলাই স্মৃতিস্তম্ভ’, যা দেশের মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং জাতির আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখবে। এই স্মৃতিস্তম্ভটি স্থাপিত হচ্ছে রাজবাড়ী শহরের অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের পাশে। ইতোমধ্যেই শুরু হয়েছে এর নির্মাণকাজ।
সোমবার (১৪ জুলাই) সরেজমিনে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। তিনি নির্মাণ পরিকল্পনা, নকশা এবং অগ্রগতির খোঁজখবর নেন এবং স্মৃতিস্তম্ভটি যেন সময়মতো ও যথাযথ মান বজায় রেখে সম্পন্ন হয়, সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ-উল-হাসান।
এছাড়াও জেলা প্রশাসন এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ রাজবাড়ী জেলার ইতিহাস, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের গৌরবময় অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেবে। এটি হবে একটি মননশীল পর্যটন স্পটও, যেখানে শিক্ষা ও ঐতিহ্যের সম্মিলন ঘটবে।
স্থানীয়দের মতে, রাজবাড়ীর মাটিতে এমন একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ নিঃসন্দেহে গর্বের বিষয়। মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের সাথে সম্পর্কিত এই প্রকল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং ঐতিহাসিক সত্যকে সামনে তুলে ধরবে।