জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’। নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের আয়োজনে পাঁচ দিনব্যাপী এ উৎসবের প্রতিপাদ্য—
“বিশ্ব মঞ্চ মানবতার জয়গান: যুদ্ধ নয়, শিল্প হোক শক্তির সন্ধান”।
রবিবার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার ল্যাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উপাচার্য বলেন, “নাট্যকলা সমাজের দর্পণ। এ বিভাগের কাজ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভক্ত সমাজে ঐক্যের বার্তা পৌঁছাতে পারফরমিং আর্টস কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করছে। আমি বিশ্বাস করি, এই বিভাগ আমাদের জাতীয় সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন—ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, এবং দক্ষিণ কোরিয়ার মাইম শিল্পী ও কোরিয়া মাইম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. লি জিয়ংহুন।