ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও শিক্ষক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়ন শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা উপলক্ষে এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ভালুকা সিটি গার্ডেন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক সমাজ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে পরিণত হয় এক আবেগঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবদুর রশিদ আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ এই দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নূরুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষকেরা হলেন সেই ভিত্তির নির্মাতা। এমন সম্মান আয়োজন শিক্ষকদের প্রতি আমাদের সম্মিলিত কৃতজ্ঞতার প্রতিফলন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আজিজুল হক এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. ইকবাল মুনির।
তাঁরা বিদায়ী শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, “তাঁদের জীবনের প্রতিটি অধ্যায় শিক্ষার্থী ও সমাজের জন্য একটি শিক্ষণীয় ইতিহাস। ”আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক রিসার্চার ড. জেবুন নেছা রীনা, সমাজসেবিকা ফজিলাতুন্নেছা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অপরূপা মালাকার এবং ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রশিদ এবং কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল।
এই আয়োজনের মূল আকর্ষণ ছিল তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা। সহকর্মীরা আবেগঘন ভাষণে তাঁদের দীর্ঘ শিক্ষাজীবনের অবদানকে স্মরণ করেন। অনুষ্ঠানে শিক্ষকদের চোখে জল, করতালিতে প্রেক্ষাগৃহ ছিল উষ্ণ ও সম্মাননাময় পরিবেশে পরিপূর্ণ।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে মত দেন বক্তারা। শিক্ষক সমাজের মর্যাদা ও কল্যাণে এই ধরনের সম্মিলিত উদ্যোগকে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।