গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

মো: শিহাব উদ্দিন,  গোপালগঞ্জ।। গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে আজ শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫, যেখানে গ্রাম পুলিশদের দায়িত্ব ও জনগণের সেবায় তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবির।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহাম্মাদ কামরুজ্জামান, যিনি গ্রাম পুলিশদের প্রতি সরকারের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, “দেশের ক্রান্তিকালে নিরপেক্ষ থেকে জনগণের পাশে থাকা গ্রাম পুলিশরা ইউনিয়ন পরিষদে পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছেন। ভবিষ্যতেও তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান ও আনছার জেলা কমান্ডার মো. মজিবুল হক। তারা গ্রাম পুলিশদের দায়িত্ব ও সততার উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে জেলা প্রশাসকের পাশাপাশি জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন।
গ্রাম পুলিশরা স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছেন। এই সম্মেলনে তাদের কাজের প্রতি সম্মান জানিয়ে আগামী দিনে আরও দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।