ঢাকার মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে পাথর দিয়ে নির্মমভাবে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঝালকাঠির রাজাপুর। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, রাজাপুর উপজেলা শাখা।
শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাব ও থানার সামনে এসে শেষ হয়। মিছিলে ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজাপুর উপজেলা সভাপতি মাহমুদুল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক বেলাল হাবশী।
বিক্ষোভে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল-আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়জী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম আল হাদী, জামায়াতে ইসলামীর জেলা সদস্য মাওলানা ডা. হেমায়েত উদ্দিন, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ইসহাক বিন আব্দুল আউয়াল, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম এবং আরও অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, “যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিসহ হত্যাকাণ্ডে জড়িত সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।”
তারা আরও বলেন, “প্রকাশ্য দিবালোকে এ ধরনের নির্মম হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতির বহিঃপ্রকাশ। পাথর দিয়ে হত্যা করার মতো পাশবিকতা আগে কখনও দেখা যায়নি। এসব খুনিদের জনসমক্ষে ফাঁসির দাবি জানাচ্ছি।”
বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দোষীদের দ্রুত গ্রেফতার না করলে দেশব্যাপী আরও বড় আন্দোলনের সূত্রপাত ঘটতে পারে।