সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মুয়াজ্জিনের রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরের মাইমুনা আক্তার ময়না হত্যা মামলায় বুধবার (৯ জুলাই) হাবলিপাড়া জামে মসজিদের ইমামকে তিনদিন মুয়াজ্জিনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মাইমুনা আক্তার ময়না হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি জানান যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত ময়নার পরিবারের পাশে থেকে আইনি পদক্ষেপ চালিয়ে যাবেন।