ফের ৪০ হাজারে হামাসের যোদ্ধা, ইসরায়েলি জেনারেলের দাবি

ইসরায়েলের দাবি, তারা হামাসকে প্রায় নির্মূল করেছে। তবে এ নিয়ে ভিন্ন মত দিয়েছেন ইসরায়েলেরই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক।
রোববার (৬ জুলাই) দেশটির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘মারিভ’-এ প্রকাশিত এক মতামত কলামে তিনি জানান, হামাস ফের আগের অবস্থানে ফিরে গেছে। তার ভাষায়, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় ৪০ হাজারে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর আগেও ছিল একই রকম।
ইয়েজহাক ব্রিক জানান, হামাসের বহু যোদ্ধা এখনো সুড়ঙ্গগুলোতে অবস্থান নিয়ে গেরিলা কৌশলে হামলা চালাচ্ছে। তিনি বলেন,
‘হামাস কখনোই নিয়মিত সেনাবাহিনী ছিল না। তারা গেরিলা কৌশলে লড়াই করে, তাই তাদের সামরিক সক্ষমতা হারানো নিয়ে আইডিএফ প্রধানের দাবির বাস্তবতা নেই।’
তিনি আরও বলেন, ‘যুদ্ধের শুরু থেকে যেভাবে হামাস লড়াই করছিল, এখনও একইভাবে তাদের লড়াই চলছে।’