বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পরিচিতি সভা ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, ৬ জুলাই ২০২৫, বিকেল ৪টায় পৌরসভা মিলনায়তনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশীদ জমাদ্দার। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহীন)।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার। প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
সভায় নেতারা জানান, আগামী ১২ জুলাইয়ের মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নে নতুন কমিটি গঠন করতে হবে। সঙ্গে কড়া নির্দেশনা দেওয়া হয়, যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে জড়িত কেউ নতুন কমিটিতে স্থান না পায়।
নেতারা আরও বলেন, বিএনপির শক্তি বাড়াতে তৃণমূলে সংগঠনকে মজবুত করা জরুরি। এছাড়া আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।