গোপালগঞ্জে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত

গোপালগঞ্জে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের গার্ড ফাইল সংরক্ষণ নিয়ে দিনব্যাপী একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (৫ জুলাই) সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’য় এই সেমিনার শুরু হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
সেমিনারে বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভূমি অফিসের গার্ড ফাইল সঠিকভাবে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এতে করে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে এবং জনগণ আরও সহজে সেবা পাবে।” তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গার্ড ফাইল সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।
উন্মুক্ত আলোচনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে তাঁদের নানা সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে কার্যকর দিকনির্দেশনা দেন।
সেমিনারটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির এবং গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
এছাড়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর, কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, আরডিসি রাসেল মুন্সী এবং প্রশাসনিক কর্মকর্তা (রাজস্ব শাখা) কৃষ্ণপদ ভদ্র।
গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার সব ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারাও এ সেমিনারে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীরা ভূমি ব্যবস্থাপনায় গার্ড ফাইল সংরক্ষণের প্রক্রিয়া আরও উন্নত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অনেকে মনে করছেন, এই সেমিনারের মাধ্যমে গোপালগঞ্জে ভূমি ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ভূমি সেবার মানোন্নয়নে এ ধরনের সেমিনার খুবই কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।