Skip to content

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর সদস্য নাহিদ হাসান অপু (২৬) গ্রেফতার হয়েছেন।
বুধবার (৩ জুলাই ২০২৫) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়ানী বাজার বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তের বাড়ি থেকে ৮টি চাপাতি, ১টি লম্বা ছুরি, কাস্তে, বড় ছুরি, কুড়াল, কাঁচি, মোবাইল ফোন ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অভিযানের সময় অভিযুক্তের বাবা অভিযানে বাধা দিলেও যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে অভিযান চালিয়ে নাহিদকে বাড়ির ছাদ থেকে আটক করে।
অভিযুক্তের স্ত্রী রিমি খানম জানান, নাহিদ দীর্ঘদিন ধরে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করে আসছিল।
গ্রেফতারের পর নাহিদের মাদকাসক্তির বিষয় নিশ্চিত হয় এবং তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে তদন্ত চলছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলবে।