পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলকে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে এক প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বালিপাড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চেয়ারম্যান বাবুল ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, মোঃ জামাল হাওলাদার, মোঃ রিয়াজ বয়াতী, নাসির উদ্দিন সন্টু শাহরিয়া, শিউলি পারভিন ও তাছলিমা বেগম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে চেয়ারম্যান বাবুল জানান, গত মঙ্গলবার টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। নিয়োগপ্রাপ্ত ডিলার মেসার্স ইরা এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাই ৭৮০ জন কার্ডধারী উপকারভোগীর মধ্যে কেবল ৬১৫ জনকে মাত্র ৫ কেজি করে চাল বিতরণ করেন। কিন্তু তেল, চিনি ও ডাল বিতরণ না করে সেগুলো ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের বাথরুমে লুকিয়ে রাখেন।
চেয়ারম্যান বাবুলের দাবি, এই ঘটনায় তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। তিনি বলেন, “আমি এই অনিয়মের সঙ্গে জড়িত নই। কিছু কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে চায়।” এ বিষয়ে তিনি ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান।
ঘটনার দিন বিকেলে স্থানীয় কয়েকজন—কালাম শিকদার, সোয়েব শিকদার, আলাউদ্দিন শিকদার ও খসরুল আলম চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে ভিডিও ধারণ এবং বাকবিতণ্ডায় জড়ান।
এদিকে, সাংবাদিকরা现场ে গিয়ে নিম্নমানের টিসিবি পণ্য দেখতে পান। ডিলার আব্দুল হাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমি ইউএনও স্যারের অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না।”
ঘটনার আরেক ভিন্নপক্ষ, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী কালাম শিকদার বলেন, “ডিলারের অনিয়মের প্রতিবাদ করায় আমরা ক্ষিপ্ত আচরণের শিকার হই। টিসিবির পণ্য ভ্যানগাড়িতে করে সরিয়ে নেওয়ার দৃশ্য আমরা নিজের চোখে দেখি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মুহাম্মদ আলীর কাছে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি কল রিসিভ করে ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি।