গোপালগঞ্জ বিল্ডিং প্লানার্স অ্যাসোসিয়েশনের (GBPA) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার শহরের বটতলা এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সর্বসম্মতভাবে এ কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন ইঞ্জিনিয়ার এস এম আনোয়ার হোসেন। সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান (বায়েজিদ)।
কমিটিতে আরও রয়েছেন—জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ সাফী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সিকদার, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ বালা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক স্থপতি অনির্বান বালা।
সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান, হেদায়েত আল মাসুম, আনিছুর রহমান, নীহার বিশ্বাস, ইমতিয়াজ হোসেন, হাসান মোল্যা, সাইফুল ইসলাম, রিপন বিশ্বাস, বিষ্ণু গুহ ও ফরহাদ হোসেন।
সভা শেষে নবনির্বাচিত নেতারা সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। তারা জেলার উন্নয়ন পরিকল্পনায় প্রযুক্তিনির্ভর ও মানসম্মত কাজ নিশ্চিত করার কথা বলেন।