বরিশালের প্রথিতযশা সাংবাদিক মামুনুর রশীদ নোমানীকে মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় সম্মাননা প্রদান করেছে ‘বার্তা প্রবাহ’ পত্রিকা।
মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বার্ডস আই কনভেনশন সেন্টারে বার্তা প্রবাহের ২১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক মো. মনির হোসেন কাজী। প্রধান অতিথি ছিলেন নদী রক্ষা কমিশনের সচিব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মফিজুর রহমান লিটন ও জাহিদ আহমেদ চৌধুরী।
২০০০ সালে সাংবাদিকতা শুরু করা নোমানী বর্তমানে দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও দৈনিক বাংলার বন-এর ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়াও তিনি একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও সংগঠক। তিনি এফএফএল বিডি ফাউন্ডেশন, এফএফএল ইয়ুথ ফাউন্ডেশন ও ফ্রেন্ডস ফর লাইফ সমবায় সমিতির প্রতিষ্ঠাতা, যা যুব সমাজকে দক্ষ করে গড়ে তুলছে।
তিনি সচেতন নাগরিক আন্দোলনের সভাপতি, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আপোষহীন সাংবাদিক হিসেবে নোমানী একাধিকবার হামলা, মামলা ও কারাবরণ করেছেন। তাঁর সাহসিকতা ও নীতিনিষ্ঠতার জন্য তিনি সাংবাদিক সমাজে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।