“কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই”—এই মূলপ্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “বর্তমান যুগে দক্ষতা ছাড়া প্রশাসনিক অগ্রগতি সম্ভব নয়। এই প্রশিক্ষণ কর্মচারীদের কাজের মান ও গতি বাড়াতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। তিনি জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থায় নিজেদের সক্ষম করে তুলতে পারবেন।
প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির এবং জেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া অংশগ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী এ.টি.এম সাদিকুর রহমান, প্রধান সহকারী কাজী জাকির হোসেন, উচ্চমান সহকারী পূর্ণিমা রানী বিশ্বাস ও রণজিৎ সাহা, সহকারী হিসাবরক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ বেল্লাল কাজী ও ফারুক হোসেন এবং সার্ভেয়ার মোঃ হারুন অর রশীদ।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রশাসনিক দক্ষতা, সময় ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। জেলা পরিষদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর প্রশাসন গঠনে সহায়তা করবে বলে তাঁরা মত দেন।